
লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় ৯২টি নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৬৬১ জন। জেলায় করোনায় নতুন করে কেউ মারা যাননি; মোট মৃত্যু ৩৬ জন। নতুন ৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, রামগতি উপজেলায় ৫ জন, রামগঞ্জ উপজেলায় ১ জন, কমলনগর উপজেলায় ৪ জন ও রায়পুর উপজেলায় ৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের মতে, লক্ষ্মীপুরে এখন পর্যন্ত ৮৮৫৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৮৬৭৮টি।
জেলায় এ পর্যন্ত সর্বমোট ৭৮ জন করোনা উপসর্গ সহ মারা যান। তাদের সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মৃত্যুর পর ২৯ জনের করোনা সনাক্ত হয়েছে। অপর ৬ জন শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।