
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম ঠাকুরবাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- বাবা ইদ্রিস আলী ও ছেলে আব্দুল মালেক। তারা উপজেলার পশ্চিম ঠাকুরবাখাই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী।
ওসি ইমারত হোসেন গাজী বলেন, বুধবার বিকেলে বাবা-ছেলে গরু নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গরু দৌড় দেয়। এ সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায় গরু।
বিদ্যুতের তারে জড়ানো গরুটিকে বাঁচাতে যান ছেলে আব্দুল মালেক। সঙ্গে সঙ্গে তিনিও বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান। এরপর ছেলেকে বাঁচাতে এগিয়ে যান বাবা ইদ্রিস আলী।
ছেলেকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে পরিদর্শনে যাওয়া পুলিশ সদস্যরা এখনও ঘটনাস্থল থেকে ফেরেননি। ফিরলে বিস্তারিত বলা যাবে বলেও জানান ওসি।