
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। দুর্ঘটনায় স্পোর্টস কারের সামনের অংশ পুরোটা দুমড়ে গেলেও শোয়েবের মারাত্মক কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
রবিবার (১০ জানুয়ারি) রাতে পাঞ্জাবে পাকিস্তান সুপার লিগ-পিএসএলের ড্রাফট শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় টুইটারে মালিক নিজেই নিশ্চিত করেছেন, তিনি সুস্থ আছেন।
জানা যায়, শোয়েব মালিক দ্রুতগতিতে গাড়ি ড্রাইভ করছিলেন। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লাহোরের হাইপারফরম্যান্স ইউনিটির সামনে রেস্তোঁরার পাশে ফুটপাতের পার্কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।
রবিবার লাহোরে অনুষ্ঠিত হয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। পিএসএল নিলাম শেষে বাড়ি ফিরছিলেন এ তারকা অলরাউন্ডার। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ করাচি ও লাহোরে হবে পিএসএল। পেশোয়ার জালমির হয়ে খেলবেন শোয়েব মালিক।
পূর্ববর্তী সংবাদ
লঞ্চের সময়সূচি, সকল লঞ্চ রুট ও কেবিন ভাড়া
বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের প্রায় প্রতিটি প্রান্ত ভ্রমণের জন্যই রয়েছে ছোট বড় নৌপথ। তবে, বিশেষভাবে দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য সহজ ও আরামদায়ক উপায় হচ্ছে নৌপথ। আর এই নৌপথের প্রধান বাহন লঞ্চ। ঢাকা থেকে নোয়াখালী, চাঁদপুর, বরিশাল, মাদারীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ভান্ডারিয়া এবং এর আশপাশের এলাকায় যেতে লঞ্চই নিরাপদ মাধ্যম। অন্যান্য মাধ্যমের চেয়ে কম খরচে আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে লঞ্চ।
এসব রুটে কয়েক ধরনের লঞ্চ রয়েছে। এদের অধিকাংশই তিন তলা বিশিষ্ট হয়ে থাকে। তবে, বরিশাল বিভাগীয় শহরগামী বর্তমানের অধিকাংশ লঞ্চ এখন ৪ তলা বিশিষ্ট। এখনকার কোন কোন লঞ্চে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এটাচ বাথরুমও রয়েছে। এছাড়া ফ্লাট-স্ক্রিন টিভি, সিঙ্গেল ও ডাবল কেবিন, সেলুন, ষ্টেশনারী শপ, স্বাস্থ্যকেন্দ্র, নামাজের স্থান প্রভৃতি সুযোগ-সুবিধাও সংবলিত রয়েছে বেশ কিছু লঞ্চে। এসব লঞ্চের টিকিট চাইলে অগ্রিম বুকিং করা যায়। তার জন্য সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। বুকিং করা টিকিটের জন্য লঞ্চ ছাড়ার দুই ঘণ্টা আগে লঞ্চে আসতে হবে। এছাড়া সরাসরিও টিকিট কেনার ব্যবস্থাও রয়েছে।
বেশিরভাগ লঞ্চেই ৩ ধরনের আসন ব্যবস্থা রয়েছে। তৃতীয় শ্রেণি বা ডেক, শোভন চেয়ার, দ্বিতীয় শ্রেণির কেবিন, প্রথম বা ভিআইপি কেবিন এর ব্যবস্থা রয়েছে, আছে বিলাসবহুল বিজনেস ক্লাস। বেশি সুযোগ-সুবিধা সম্পন্ন প্রতিটি কেবিনের ভাড়া ১,০০০ থেকে ৭,০০০ টাকা। ফ্যামিলি রুমের ভাড়া ৪,০০০ থেকে ৫,০০০ টাকাএ মধ্যে। নরমাল ডাবল কেবিনের ভাড়া ১৮০০ থেকে ২,০০০ টাকার মধ্যে ( লঞ্চ ও গন্তব্যের ওপর নির্ভর করে)। নরমাল সিঙ্গেল কেবিনের ভাড়া ৮০০ থেকে ১,০০০ টাকা। সাধারণ ডেকের ভাড়া ২০০ থেকে ৩০০ টাকা।
ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে যেসব লঞ্চ ছাড়ে। বেসরকারি মালিকানাধীন লঞ্চের মধ্যে জনপ্রিয় হচ্ছে সুরভী, গ্রিন লাইন, পারাবত, সুন্দরবন, কালাম খান ১, কীর্তনখোলা, সপ্তবর্ণা, গাজী সালাউদ্দিন, তরীকা, অ্যাডভেঞ্চার, ফারহান, ক্রিস্টাল ক্রুজ, কর্ণফুলী, দিঘলদী, টিপু, পূবালী, ইয়াদ, দীপরাজ, সাব্বির, কিং সম্রাট, অগ্রদূত, রাজদূত প্রভৃতি।
যদিও একসময় সন্ধ্যা বা রাতেই লঞ্চগুলো বেশি চলাচল করত। তবে, এখন দিনেও চলে। ভোর সোয়া ৬টায় ও সকাল ৯টায় লঞ্চ ছাড়ে। বিকেল ৫টা থেকেও লঞ্চ ছাড়ে। এছাড়া রাত সাড়ে ৭টা ও সোয়া ৯টায় দু’দিক থেকে লঞ্চ ছাড়ে। তবে সঠিক সময় জানতে সংশ্লিষ্ট লঞ্চের সঙ্গে যোগাযোগ করে নেওয়াই উত্তম। নৌপথে ভ্রমণে একই সাথে সস্তা ও আরামদায়ক, সামান্য ঝুঁকি থাকলেও আনন্দের। বেশির ভাগ লঞ্চেই খাবারের ও বন্দবস্ত রয়েছে। দাম সামান্য বেশি হলেও নৌ পথে ভ্রমণের ক্ষেত্রে এটি বেশ আনন্দ জোগায়। অসাধারণ। ভ্রমণ উপভোগ করে দেশের দক্ষিণাঞ্চল দেখতে চাইলে নৌপথ ভ্রমণ আপনার জন্য হতে পারে অসাধারণ এক অভিজ্ঞতা।
চলাচলের সময়সূচী ও পন্টুন নং
ঢাকার সদরঘাট থেকে লঞ্চগুলো সাধারণত সকাল ৬ টা থেকে শুরু করে রাত ১২ টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সদরঘাটের ১৩ টি পন্টুন দিয়ে যাত্রী লঞ্চে উঠানামা করে।
ধারণ ক্ষমতা
১৮০০ বর্গফুট থেকে ৩০০০ বর্গফুট আয়তনের লঞ্চগুলো ২৫০ থেকে ১৫০০ যাত্রী বহন করতে পারে। লঞ্চগুলোতে ভিআইপি কেবিন, ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, সাইড বেঞ্চ, ফ্লোর এবং ডেকে যাত্রীদের বহনের ব্যবস্থা থাকে। এছাড়া প্রত্যেক লঞ্চেই নামাজ পড়ার আলাদা ব্যবস্থা বা জায়গা রয়েছে। এই জায়গায় এক সাথে ১৫ থেকে ৩০ জন একসাথে নামাজ পড়তে পারে।
লঞ্চের আকৃতি
ঢাকা সদরঘাট থেকে বিভাগীয় শহর বরিশালের যাত্রীবাহী লঞ্চগুলো আকার আকৃতিতে বেশ বড় ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পটুয়াখালী, ঝালকাঠী, পিরোজপুর, ভোলা ও বরগুনার লঞ্চগুলো বরিশালের লঞ্চগুলোর তুলনায় বেশ ছোট। এসকল দূরযাত্রার লঞ্চগুলোর অনেকগুলোই আন্তর্জাতিক মান সম্পন্ন। বরিশালগামী বড় লঞ্চগুলো প্রায় ১,৫০০ (দেড় হাজার) যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন। এই লঞ্চগুলোতে রয়েছে অত্যাধুনিক আর আরামদায়ক সব ব্যবস্থা। যেমন:-
- ডুপ্লেক্স ভিআইপি কেবিন, ফ্যান ও এয়ার কন্ডিশনার
- ফ্ল্যাট টিভি
- মেডিকেল সেন্টার
- সেলুন
- রেস্টুরেন্ট
- আধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা
টিকিট সংগ্রহ:
০১. লঞ্চের কেবিনে ভ্রমনের চাহিদা বাড়ার ফলে। এখন ৩ থেকে ৪ দিন আগে কেবিন বুকিং না দিলে পাওয়া দুস্কর।
০২. শুধুমাত্র কেবিন ও সোফার ক্ষেত্রে কেবিন বুকিং দেয়া যায়। ডেকের জন্য অগ্রীম টিকিটের কোন ব্যবস্থা নেই।
০৩. ফোনে ৫০% অগ্রীম দিয়ে লঞ্চের কেবিন বুকিং দেয়া যায়। অনেক লঞ্চের ক্ষেত্রে পুরোটাই অগ্রীম দিতে হয়।
০৪. কোন কারণে যাত্রা বিরতি করতে চাইলে লঞ্চ কর্তৃপক্ষকে লঞ্চ ছাড়ার কমপক্ষে দু’ঘন্টা আগে জানাতে হবে।
লঞ্চ রুট
লঞ্চ রুট |
ঢাকা থেকে গন্তব্যে ছাড়ার সময় |
লঞ্চ রুট |
গন্তব্য থেকে ঢাকায় ফেরার সময় |
ঢাকা থেকে বদরটুনি |
দুপুর- ২ টা বিকাল- ৬.১৫ মিনিট সন্ধ্যা- ৭ টা সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৮.০৫ মিনিট রাত- ৮.৩০ মিনিট রাত- ৮.৪৫ মিনিট |
বদরটুনি থেকে সদরঘাট, ঢাকা |
সন্ধ্যা- ৭ টা রাত- ৮ টা রাত- ৮.৪৫ মিনিট রাত- ৯ টা রাত- ৯.৩০ মিনিট রাত- ১০ টা |
ঢাকা থেকে লোহানিয়া |
রাত- ১১.৩০ মিনিট রাত- ১২ টা |
লোহানিয়া থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ১০.৩৫ মিনিট |
ঢাকা থেকে চুরিরচর রাস্তার মাথা |
সকাল- ৮.৩৫ মিনিট সকাল- ১০ টা রাত- ৯.৩০ মিনিট |
চুরিরচর রাস্তার মাথা থেকে সদরঘাট,ঢাকা |
সকাল- ৯.৪০ মিনিট রাত- ৯.২০ মিনিট রাত- ৯.৪৫ মিনিট |
ঢাকা থেকে চরমালিয়া |
বিকাল- ৫.৩০ মিনিট সন্ধ্যা- ৬ টা বিকাল- ৬.১৫ মিনিট সন্ধ্যা- ৭ টা রাত- ৭.৩০ মিনিট |
চরমালিয়া থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৪ টা সন্ধ্যা- ৬.৫০ মিনিট সন্ধ্যা- ৭.১০ মিনিট রাত- ৮.১০ মিনিট |
ঢাকা থেকে চরমনিয়া |
বিকাল- ৫.৩০ মিনিট, বিকাল- ৬.১৫ মিনিট রাত- ৭.৪৫ মিনিট রাত- ৯.৪৫ মিনিট |
চরমনিয়া থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ১২.৪৫ মিনিট বিকাল- ৪ টা রাত- ৭.৪৫ মিনিট রাত- ৭ টা ৫৫ মিনিট রাত- ৯.৩৫ মিনিট |
ঢাকা থেকে চর দূর্গাপুর |
রাত- ৯.১৫ মিনিট রাত- ৯.৪৫ মিনিট |
চর দূর্গাপুর থেকে সদরঘাট, ঢাকা |
সন্ধ্যা- ৭.২৫ মিনিট রাত- ৮.১৫ মিনিট |
ঢাকা থেকে চর কাশেম |
সকাল- ৮.৩৫ মিনিট সকাল- ১০ টা সকাল- ১০.২৫ মিনিট রাত- ৯.৩০ মিনিট রাত- ১০.৩০ মিনিট |
চর কাশেম থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১২.৩০ মিনিট দুপুর- ১২.৪৫ মিনিট রাত- ২.২৫ মিনিট সকাল- ১০.১৫ মিনিট দুপুর- ১.৪৫ মিনিট সকাল- ১১.৪০ মিনিট |
ঢাকা থেকে চাঁদপুর |
সকাল- ৯.৫৫ মিনিট সকাল- ১০.১৫ মিনিট সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৮.৩০ মিনিট রাত- ৯ টা রাত- ১১.২০ মিনিট রাত- ১২ টা রাত- ১২.৩০ মিনিট |
চাঁদপুর থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ২ টা রাত- ২.৩০ মিনিট রাত- ৩টা রাত- ৩.৩০ মিনিট রাত- ৩.৫৫ মিনিট, সকাল-১১ টা, সকাল-১১.১৫ মিনিট, সকাল-১১.৩৫ মিনিট, সকাল-১১.৪০ মিনিট, রাত- ১২ টা দুপুর- ১২.২০ মিনিট, রাত- ১২.৩০ মিনিট দুপুর- ১২.৪০ মিনিট, দুপুর- ১২.৪৫ মিনিট, দুপুর- ১০.৪৫ মিনিট, রাত- ১১ টা, রাত- ১১.১৫ মিনিট, রাত- ১১.৪০ মিনিট, রাত- ১১.৫০ মিনিট |
ঢাকা থেকে বাহের চর |
রাত- ৮টা |
বাহের চর থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৯ টা |
ঢাকা থেকে বন্যাতলী |
রাত- ৮টা |
বন্যাতলী থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ১.২০ মিনিট |
ঢাকা থেকে বৈশার হাট |
সকাল- ৯.৩৫ মিনিট সকাল- ৯.৫৫ মিনিট সকাল- ১০.১৫ মিনিট রাত- ১১.২০ মিনিট রাত- ১২ টা দুপুর- ১২.৩০ মিনিট |
বৈশার হাট থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ১০.৫০ মিনিট সকাল-১১ টা রাত- ৯.৫০ মিনিট রাত- ১০.১৫ মিনিট রাত- ১০.৪০ মিনিট |
ঢাকা থেকে বাংলাবাজার |
সকাল- ৯.৩৫ মিনিট সকাল- ৯.৫৫ মিনিট সকাল- ১০.১৫ মিনিট রাত- ১১.২০ মিনিট রাত- ১২ টা দুপুর- ১২.৩০ মিনিট |
বাংলাবাজার থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৯.৫৫ মিনিট, সকাল- ১০.৩০, রাত- ৯.৩০ মিনিট, রাত- ১০.২০ মিনিট, দুপুর- ১০.৪৫ মিনিট |
লঞ্চঘাট তথ্য তালিকা
লঞ্চ রুট |
ঢাকা থেকে গন্তব্যে ছাড়ার সময় |
লঞ্চ রুট |
গন্তব্য থেকে ঢাকায় ফেরার সময় |
ঢাকা থেকে বাগের হাট |
রাত- ৯.৪৫ মিনিট |
বাগের হাট থেকে সদরঘাট, ঢাকা |
সন্ধ্যা- ৬.৪৫ মিনিট |
ঢাকা থেকে বানরী পাড়া |
বিকাল- ৬ টা |
বানরী পাড়া থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ৭.৩০ মিনিট |
ঢাকা থেকে বকশিরহাট |
সন্ধ্যা- ৬.৩০ মিনিট রাত- ৭.৩০ মিনিট |
বকশিরহাট থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ১২ টা দুপুর- ১ টা |
ঢাকা থেকে চৌমোহনী |
বিকাল- ৬.১৫ মিনিট |
চৌমোহনী থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৩.২৫ মিনিট |
ঢাকা থেকে চন্দনপুর |
রাত- ১১.৩০ মিনিট রাত- ১২ টা |
চন্দনপুর থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১২.২৫ মিনিট, রাত- ১.২৫ মিনিট, রাত- ১.৪৫ মিনিট |
ঢাকা থেকে চরদোয়ানী |
বিকাল- ৬ টা |
চরদোয়ানী থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৯.৪৫ মিনিট |
ঢাকা থেকে চর বোরহান |
রাত- ৮ টা |
চর বোরহান থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৩.০৫ মিনিট |
ঢাকা থেকে চর কাজল |
রাত- ৮ টা |
চর কাজল থেকে সদরঘাট, ঢাকা |
দুপর- ১.১৫ মিনিট |
ঢাকা থেকে চর বিশ্বাস |
বিকাল- ৬.৩০ মিনিট |
চর বিশ্বাস থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ১০ টা |
ঢাকা থেকে চর মন্তাজ |
বিকাল- ৬.৩০ মিনিট |
চর মন্তাজ থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ৮.৩০ মিনিট |
ঢাকা থেকে চৌধুরী হাট |
ভোর- ৬ টা |
চৌধুরী হাট থেকে সদরঘাট, ঢাকা |
সন্ধ্যা- ৭.১৫ মিনিট |
ঢাকা থেকে চর কলমী |
সন্ধ্যা- ৬.৩০ মিনিট সন্ধ্যা- ৬.৫০ মিনিট |
চর কলমী থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ২.১০ মিনিট, দুপুর- ২.১৫ মিনিট |
ঢাকা থেকে চর বোরহান |
সন্ধ্যা- ৭ টা |
চর বোরহান থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ২.০৫ মিনিট |
ঢাকা থেকে চাঁন্দপুর |
দুপুর- ২ টা |
চাঁন্দপুর থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৮ টা |
ঢাকা থেকে চাঁদপুর |
সন্ধ্যা- ৬.৫০ মিনিট সন্ধ্যা- ৬ টা সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৮.৩০ মিনিট |
চাঁদপুর থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১২.৩০ মিনিট রাত- ৩.১৫ মিনিট রাত- ১১.৩০মিনিট দুপুর- ১২.৩০ মিনিট |
ঢাকা থেকে চর কলমী |
রাত- ৭.৩০ মিনিট |
চর কলমী থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১২.৩০ মিনিট |
ঢাকা থেকে চর খালী |
বিকাল- ৬ টা |
চর খালী থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৪.৪৫ মিনিট |
ঢাকা থেকে চৌখালী |
বিকাল- ৬ টা |
চৌখালী থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৫.৪৫ মিনিট |
ঢাকা থেকে চাঁদ খালী |
বিকাল- ৪ টা |
চাঁদ খালী থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৪.৫৫ মিনিট |
ঢাকা থেকে চর কলমী |
সন্ধ্যা- ৬.৩০ মিনিট সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৭.৫০ মিনিট |
চর কলমী থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ১১.৩০ মিনিট, রাত- ১২.৩০ মিনিট বিকাল- ৩.১৫ মিনিট |
ঢাকা থেকে চর ভৈরবী |
সকাল- ৯.৩৫ মিনিট সকাল- ৯.৫৫ মিনিট সকাল- ১০.১৫ মিনিট রাত- ১১.২০ মিনিট রাত- ১২ টা দুপুর- ১২.৩০ মিনিট |
চর ভৈরবী থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৮.৫০ মিনিট সকাল- ৯.১০ মিনিট সকাল- ৯.৩০ মিনিট রাত- ৮ টা রাত- ৮.২০ মিনিট রাত- ৮.৫০ মিনিট |
ঢাকা থেকে চাঁদপুর |
সকাল- ১০.৫০ মিনিট সকাল- ১০.২৫ মিনিট রাত- ৮.০৫ মিনিট রাত- ৮.৪৫ মিনিট বিকাল- ৬.১৫ মিনিট বিকাল- ৫.৩০ মিনিট |
চাঁদপুর থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১০.৪০ মিনিট রাত- ১০ টা রাত-১১.৩০ মিনিট রাত- ১০.৫০ মিনিট রাত- ৩.৩০ মিনিট রাত- ১.৩০ মিনিট দুপুর- ১২.২০ মিনিট রাত- ১.২০ মিনিট রাত- ১.৪৫ মিনিট রাত- ১২.১৫ মিনিট |
ঢাকা থেকে চাঁদপুর |
সন্ধ্যা- ৬ টা বিকাল- ৫ টা বিকাল- ৬.১৫ মিনিট রাত- ৭.৫০ মিনিট রাত- ১ টা বিকাল- ৪.৩০ মিনিট দুপুর- ১২ টা দুপুর- ১২.৪৫ মিনিট রাত- ১১.৩০ মিনিট রাত- ১.৩০ মিনিট |
চাঁদপুর থেকে সদরঘাট, ঢাকা |
ভোর- ৪ টা রাত- ৩.৩০ মিনিট রাত- ৩০৫ মিনিট রাত-১১.৩০মিনিট রাত- ১ টা রাত- ১.৩০ মিনিট রাত- ১ টা সকাল- ১০.৩০ দুপুর- ১২.৪০ মিনিট দুপুর- ১২.১০ মিনিট রাত- ১১.২৫ মিনিট সকাল- ১১ টা |
ঢাকা থেকে চাঁদপুর |
রাত- ১.৩০ মিনিট ভোর- ৪.২০ মিনিট রাত- ১২ টা রাত- ৮.১৫ মিনিট সকাল- ৮.০৫ মিনিট দুপুর- ২ টা সন্ধ্যা- ৭ টা রাত- ৭.৪৫ মিনিট সন্ধ্যা- ৬ টা |
চাঁদপুর থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১২.০৫ মিনিট, সকাল- ১১ টা বিকাল- ৩.৪৫ মিনিট বিকাল- ৩.০৫ মিনিট দুপুর- ২ টা রাত- ৩.১৫ মিনিট রাত- ১২.৩০ মিনিট রাত- ১১.৪৫ মিনিট রাত- ১১ টা রাত- ১১.৩০মিনিট রাত- ১০৩০ মিনিট রাত- ২.৩০ মিনিট |
ঢাকা থেকে চাঁদপুর |
সন্ধ্যা- ৬ টা রাত- ৯.৪৫ মিনিট সন্ধ্যা- ৭.৩০ মিনিট সন্ধ্যা- ৬ টা রাত- ৯.১৫ মিনিট বিকাল- ৪ টা সন্ধ্যা- ৬ টা বিকাল- ৫.৩০ মিনিট, রাত- ৮ টা বিকাল- ৬.৩০ মিনিট |
চাঁদপুর থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১১.৩০ মিনিট রাত- ১১.১৫ মিনিট দুপুর- ২.৩০ মিনিট দুপুর- ১২.৪৫ মিনিট রাত- ১ টা রাত- ২.৪৫ মিনিট রাত- ১.৩০ মিনিট |
ঢাকা থেকে চর বোরহান |
সন্ধ্যা- ৭ টা রাত- ৯.৩০ মিনিট |
চর বোরহান থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ২.০৫ মিনিট, বিকাল- ৩.০৫ মিনিট |
ঢাকা থেকে বাবুগঞ্জ |
বিকাল- ৬.১৫ মিনিট রাত- ৮.৩০ মিনিট রাত- ৯ টা |
বাবুগঞ্জ থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৫.৩৫ মিনিট রাত- ১০ টা দুপুর- ১০.৪৫ মিনিট |
ঢাকা থেকে বাহের চর বাজার |
দুপুর- ২টা বিকাল- ৫.৩০ মিনিট সন্ধ্যা- ৬টা সন্ধ্যা- ৭টা রাত- ৯.৩০ মিনিট |
বাহের চর বাজার থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৮টা সকাল- ৯ টা সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৯.৪৫ মিনিট রাত- ১০.১৫ মিনিট |
ঢাকা থেকে আবুপুর |
সকাল- ৮.০৫ মিনিট বিকাল- ৫.৩০ মিনিট রাত- ৮.০৫ মিনিট রাত- ৮.৪৫ মিনিট রাত- ৯.১৫ মিনিট রাত- ৯.৪৫ মিনিট |
আবুপুর থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৯.৩০ মিনিট রাত- ৮.৪৫ মিনিট রাত- ৯.৪৫ মিনিট রাত- ১০ টা রাত- ১০৩০ মিনিট রাত- ১১.৩০ মিনিট |
ঢাকা থেকে বাঙ্গির চর |
বিকাল- ৫.৩০ মিনিট সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৮.৩০ মিনিট |
বাঙ্গির চর থেকে সদরঘাট, ঢাকা |
সন্ধ্যা- ৭ টা রাত- ৭.৪৫ মিনিট রাত- ৮ টা |
ঢাকা থেকে বন্যাতলী |
সন্ধ্যা- ৭ টা |
বন্যাতলী থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১২.২০ মিনিট |
ঢাকা থেকে বড় বাশদিয়া |
সন্ধ্যা- ৭ টা রাত- ৯.৩০ মিনিট |
বড় বাশদিয়া থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ১০ টা রাত- ১২.২০ মিনিট দুপুর- ১.২০ মিনিট |
ঢাকা থেকে বাংলাবাজার |
বিকাল- ৬ টা |
বাংলাবাজার থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৬.১৫ মিনিট |
ঢাকা থেকে বানরী পাড়া |
বিকাল- ৬ টা |
বানরী পাড়া থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৬.০৫ মিনিট |
ঢাকা থেকে বাকুটিয়া |
বিকাল- ৬ টা |
বাকুটিয়া থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৪ টা |
ঢাকা থেকে বাদশা নগর |
দুপুর- ২.৩০ মিনিট |
বাদশা নগর থেকে সদরঘাট, ঢাকা |
সন্ধ্যা- ৬.৪০ মিনিট |
ঢাকা থেকে বকশিরহাট |
রাত- ৭.৩০ মিনিট |
বকশিরহাট থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ১ টা |
ঢাকা থেকে বরিশাল |
ভোর- ৬.১৫ মিনিট রাত- ৭.৩০ মিনিট |
বরিশাল থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৯.১৫ মিনিট, রাত- ৯.১৫ মিনিট |
ঢাকা থেকে বাশ বাড়িয়া |
সন্ধ্যা- ৬.৩০ মিনিট সন্ধ্যা- ৭টা সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৯.৩০ মিনিট |
বাশ বাড়িয়া থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ২.৪০ মিনিট, বিকাল- ৩.৩০ মিনিট, বিকাল- ৩.৪০ মিনিট, বিকাল- ৪.৩০ মিনিট |
ঢাকা থেকে আমখোলা |
বিকাল- ৫.৩০ মিনিট, বিকাল- ৬ টা |
আমখোলা থেকে সদরঘাট, ঢাকা |
রাত- ১২.৫৫ মিনিট, বিকাল- ৬ টা |
ঢাকা থেকে আওলিয়াপুর |
সন্ধ্যা- ৭ টা রাত- ৮ টা রাত- ৯.৩০ মিনিট |
আওলিয়াপুর থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ২.১৫ মিনিট, বিকাল- ৩.১৫ মিনিট |
ঢাকা থেকে আমুয়া |
বিকাল- ৫ টা বিকাল- ৬ টা |
আমুয়া থেকে সদরঘাট, ঢাকা |
দুপুর- ২.৩০ মিনিট |
ঢাকা থেকে আনন্দ বাজার |
রাত- ১২ টা রাত- ১১.৩০ মিনিট |
আনন্দ বাজার থেকে সদরঘাট, ঢাকা |
সকাল- ৯.২৫ মিনিট |
ঢাকা থেকে আলিমাবাদ |
সন্ধ্যা- ৭ টা |
আলিমাবাদ থেকে সদরঘাট, ঢাকা |
বিকাল- ৫.৫৫ মিনিট, সন্ধ্যা- ৬.৪০ মিনিট |
ঢাকা থেকে আমতলী |
দুপুর- ২.৩০ মিনিট বিকাল- ৪টা |
আমতলী থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর- ২টা বিকাল- ৪.৩০ মিনিট |
ঢাকা থেকে আন্ডার চর |
সন্ধ্যা- ৬টা রাত-৭.৩০ মিনিট |
আন্ডার চর থেকে সদরঘাট,ঢাকা |
বিকাল- ৫.৪০ মিনিট, বিকাল- ৫.৪৫ মিনিট |
ঢাকা থেকে বগা |
দুপুর- ২.৩০ মিনিট বিকাল- ৩টা সন্ধ্যা- ৬টা সন্ধ্যা- ৬.৩০ মিনিট সন্ধ্যা- ৭.০৫ মিনিট |
বগা থেকে সদরঘাট,ঢাকা |
বিকাল- ৪.১০ মিনিট, সন্ধ্যা- ৬টা সন্ধ্যা- ৭.১৫ মিনিট, রাত- ৭.৩০ মিনিট |
ঢাকা থেকে বাগদা |
বিকাল- ৬.১৫ মিনিট |
বাগদা থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর-২.১৫ মিনিট |
ঢাকা থেকে বরিশাল |
বিকাল- ৫টা বিকাল- ৫.৩০ মিনিট, সন্ধ্যা- ৬টা বিকাল-৬.১৫ মিনিট রাত- ৯.৪৫ মিনিট |
বরিশাল থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর- ১২টা বিকাল- ৩টা বিাকাল-৩.১৫ মিনিট, সন্ধ্যা- ৬.৩০ মিনিটরাত- ৭.৩০ মিনিট |
ঢাকা থেকে বেতাগী |
বিকাল- ৫টা বিকাল- ৬টা |
বেতাগী থেকে সদরঘাট,ঢাকা |
বিকাল- ৩.৩০ মিনিট, সন্ধ্যা- ৭ টা |
ঢাকা থেকে বামনা |
বিকাল- ৫টা বিকাল- ৬টা |
বামনা থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর- ২টা বিকাল- ৬টা |
ঢাকা থেকে বদরপুর |
রাত-৮.০৫ মিনিট রাত-৮.৪৫ মিনিট |
বদরপুর থেকে সদরঘাট,ঢাকা |
রাত- ১০.৫৫ মিনিট |
ঢাকা থেকে বালিয়াতলী |
দুপুর- ২.৩০ মিনিট রাত- ৭.৩০ মিনিট |
বালিয়াতলী থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর- ২.২৫ মিনিট, বিকাল- ৫টা |
ঢাকা থেকে বাগমারা |
রাত- ৭.৩০ মিনিট |
বাগমারা থেকে সদরঘাট,ঢাকা |
বিকাল- ৪.৪৫ মিনিট |
ঢাকা থেকে রোরহান উদ্দিন |
রাত- ৭.৩০ মিনিট |
রোরহান উদ্দিন থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর- ২.৪৫ মিনিট |
ঢাকা থেকে বিশ্বাসের হাট |
দুপুর- ২টা বিকাল- ৪টা বিকাল- ৬.১৫ মিনিট |
বিশ্বাসের হাট থেকে সদরঘাট,ঢাকা |
বিকাল- ৫.৩০ মিনিট, সন্ধ্যা- ৬টা সন্ধ্যা- ৬.৪৫ মিনিট |
ঢাকা থেকে বোয়ালিয়া |
বিকাল- ৫.৩০ মিনিট, বিকাল- ৬টা |
বোয়ালিয়া থেকে সদরঘাট,ঢাকা |
সন্ধ্যা- ৭টা রাত- ৮.৫৫ মিনিট |
ঢাকা থেকে বন্দারহাট |
বিকাল- ৬টা |
বন্দারহাট থেকে সদরঘাট,ঢাকা |
বিকাল- ৬টা |
ঢাকা থেকে বাশবাড়ি |
সন্ধ্যা- ৬টা সন্ধ্যা- ৬.৩০ মিনিট সন্ধ্যা- ৭.৩০ মিনিট রাত- ৮টা |
বাশবাড়ি থেকে সদরঘাট,ঢাকা |
বিকাল- ৩.৩০ মিনিট, বিকাল- ৩.৪০ মিনিট, বিকাল- ৪.৩০ মিনিটবিকাল- ৫টা |
ঢাকা থেকে বাদলপাড়া |
রাত- ৮.১৫ মিনিট |
বাদলপাড়া থেকে সদরঘাট,ঢাকা |
রাত-৮.১০ মিনিট |
ঢাকা থেকে বাঞ্চারামপুর |
রাত- ১০.৩০ মিনিট |
বাঞ্চারামপুর থেকে সদরঘাট,ঢাকা |
সকাল- ১০.১০ মিনিট |
ঢাকা থেকে বাঞ্চারামপুর |
রাত- ১০.৩০ মিনিট |
বাঞ্চারামপুর থেকে সদরঘাট,ঢাকা |
সকাল- ৯.১০ মিনিট |
ঢাকা থেকে বাহের চর বাজার |
রাত- ৮টা রাত- ৯.৩০ মিনিট রাত- ১০.৩০ মিনিট |
বাহের চর বাজার থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর- ১২টা সকাল- ৯.৩০ মিনিট, রাত- ১টারাত- ১১ টা |
ঢাকা থেকে বোদার বাজার |
রাত- ১০৩০ মিনিট রাত-১১.৩০মিনিট রাত-১২ টা |
বোদার বাজার থেকে সদরঘাট,ঢাকা |
দুপুর- ১.০৫ মিনিট, রাত- ১.২৫ মিনিট, দুপুর-২.০৫ মিনিট |
ঢাকা থেকে বাঙ্গির চর |
রাত- ৭.৩০ মিনিট |
বাঙ্গির চর থেকে সদরঘাট,ঢাকা |
সন্ধ্যা- ৭ টা |
সরকারি স্টীমার সার্ভিস
সরকারী উদ্যোগে বেশিরভাগ স্টীমার সার্ভিস পরিচালিত হয়। ১৩ নং পন্টুন থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে স্টীমারগুলো ছেড়ে যায়। স্টীমার সার্ভিসের রুট ও ভাড়ার হার নিম্নরূপ:
দুরত্ব |
প্রথম শ্রেণীর ভাড়া |
দ্বিতীয় শ্রেণীর ভাড়া |
সুলভ শ্রেণীর ভাড়া |
ঢাকা থেকে চাঁদপুর |
২৩৫/= টাকা |
১৪০/= টাকা |
৫০/= টাকা |
ঢাকা থেকে বরিশাল |
৫৬৫/= টাকা |
৩৫৫/= টাকা |
৯৫/= টাকা |
ঢাকা থেকে ঝালকাঠি |
৬৫৫/= টাকা |
৩৯০/= টাকা |
১০০/= টাকা |
ঢাকা থেকে কাউখালী |
৭১৫/= টাকা |
৪৪০/= টাকা |
১০৫/= টাকা |
ঢাকা থেকে হুলার হাট |
৭৪৫/= টাকা |
৪৫০/= টাকা |
১২০/= টাকা |
ঢাকা থেকে চরখালী |
৭৭৫/= টাকা |
৪৫০/= টাকা |
১২৫/= টাকা |
ঢাকা থেকে বড় মাছুয়া |
৮৮০/= টাকা |
৫৩০/= টাকা |
১৩৫/= টাকা |
ঢাকা থেকে সন্যাসী |
৮৮৫/= টাকা |
৫৪৫/= টাকা |
১৪০/= টাকা |
ঢাকা থেকে মোড়েল গঞ্জ |
৮৮৫/= টাকা |
৫৪৫/= টাকা |
১৪০/= টাকা |
ঢাকা থেকে মংলা বন্দর |
১২৩০/= টাকা |
৬২৫/= টাকা |
১৬০/= টাকা
|
মালামালের ভাড়া
একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারে যা টিকেটের অন্তর্ভূক্ত। অতিরিক্ত মালামালের জন্য অতিরিক্ত চার্জ প্রদান করতে হয়।
নামাজের স্থান
সাধারনত লঞ্চের উপরের তলায় ছাদ নামাজের জন্য সংরক্ষিত থাকে যেখানে একসাথে ২০ থেকে ৫০ জন মুসল্লী নামাজ আদায় করতে পারেন।
নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা
লঞ্চে আরোহিত যাত্রীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। যেকোন দুর্যোগে যাত্রীদের জীবন রক্ষার জন্য ৮০ টি বয়া ও ১০ টি টায়ার ও অগ্নি নিরাপত্তায় ৪ টি ফায়ার বাকেট রয়েছে। এগুলো প্রতি ফ্লোরের দুই দিকে ছাদের অংশে এবং কেবিনের পাশে সারিবদ্ধভাবে সংরক্ষিত থাকে। প্রতিটি বয়া ৪ জন যাত্রী বহন করতে পারে।
জরুরী প্রয়োজনে যাত্রীদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ফার্স্ট এইড ব্যবস্থা রয়েছে। সাধারণত ২ নম্বর সংকেত পর্যন্ত চলাচল করতে পারে। ৩ নম্বর সংকেত দেখা দিলে আর চলাচল করে না।
টয়লেট
- ভি.আই.পি শ্রেণীর যাত্রীদের জন্য ১০ থেকে ২০টি কেবিনের জন্য ১ টি করে টয়লেট রয়েছে।
- ২য় শ্রেণীর যাত্রীদের জন্য মহিলা ও পুরুষ পৃথক ২ টি করে ৪ টি করে টয়লেট সাধারণত থাকে।
- ৩য় শ্রেণীর যাত্রীদের জন্য লঞ্চের নিচতলার শেষ প্রান্তে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ৩ টি করে ৬ টি টয়লেট রয়েছে।
সাবধানতা
- বাংলাদেশে প্রতিবছর লঞ্চ দুর্ঘটনায় শত শত মানুষ মারা যায়। সুতরাং অতিরিক্ত যাত্রী হয়ে কখনও লঞ্চে উঠা ঠিক না।
- নিজের ব্যাগ লাগেজ ও মালামাল নিজ দ্বায়িত্বে রাখবেন।
- অপরিচিত কারও দেয়া খাবার খাবেন না।
- নগদ বেশি টাকা থাকলে তা লঞ্চের মাস্টারের কাছে জমা রাখতে পারেন।
- বৈধ লাইসেন্সকৃত অস্ত্র থাকলে তা লঞ্চের মাস্টারকে অবহিত করে আনসার সদস্যদের কাছে জমা রাখুন।
- যাত্রা পথে লঞ্চ বয়লা (যা দ্বারা পানিতে ভেসে থাকা যায়) আছে কিনা তা লক্ষ করুন।
- প্রয়োজন বোধে একটা লাইফ জ্যাকেট সঙ্গে রাখতে পারেন।
- চাঁদপুর মোহনা অর্থাৎ পদ্মা ও মেঘনা নদীর সংগম স্থান এখানেই বেশিরভাগ লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। সুতরাং চাঁদপুর এলে একটু সজাগ থাকার চেষ্টা করুন।