
গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের মলিকুলার ল্যাবে ১৭৭টি এবং ফেনী বক্ষব্যাধি ক্লিনিকের জিন এক্সপার্ট ল্যাবে জেলার ৮টি নমুনা পরীক্ষা করে ফেনীতে নতুন করে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত ১ হাজার ৭৯০ জন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন শনাক্তের মধ্যে সদরে ১৩ জন, ফুলগাজীতে ২ জন, দাগনভূঁঞায় ১ জন, ছাগলনাইয়ায় ৫ জন ও অন্যান্য ১ জন।
জেলায় নতুন ৩৬ জনসহ মোট সুস্থ ১ হাজার ৫৫৪ জন; মোট মৃত্যু ৩৭ জন।