
ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের দিন।
ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার দেওয়ান সারোয়ার জাহান সকাল ১০টা থেকে ফুলপুর উপজেলা পরিষদ হল রুমে মনোনয়নপত্র যাছাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। মেয়র পদে ৫ জনের মধ্যে ৩ জনের মবোনয়নপত্র বৈধ ও ২ জনের ঋণ খেলাফীর দায়ে মনোনয়নপত্র বাতিল (অবৈধ)ঘোষণা করা হয়।
বাতিলকৃত প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মিঃ শশধর সেন ও স্বতন্ত্র প্রার্থী এম এইচ ইউসুফ। সারাদিন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যা সোয়া ৬টার দিকে রিটার্নিং অফিসার ২ জনের প্রার্থীতা বাতিলের ঘোষণা দেন।
অপরদিকে ৯টি সাধারণ আসনে কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত ৩ টি আসনে কাউন্সিলর (মহিলা) পদে ১৩ জন মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
কাউন্সিলর পদে মোঃ সদরুল আমিন জুয়েলের মনোনয়ন পত্র ঋণ খেলাফীর দায়ে বাতিল ঘোষণা করা হয়েছে।
ফুলপুর পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন প্রার্থীগণের নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। আগামী ২৭ জানুয়ারি প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ফুলপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।