
বগুড়ার শেরপুরে জুয়েল রানা (১২) নামের শিশুর শিকল বন্দী অবস্থায় ৫-৬ দিন থেকে আছে এমন গোপন সংবাদে গিয়ে দেখি জুয়েল রানা শিকল বন্দী অবস্থায় বারান্দায় বসে। শেরপুরের কুসুম্বী ইউনিয়ান এর বাগড়া কলোনি গ্রামের মাহাবুব শেখ এর বাড়িতে গিয়ে জানতে পারি জুয়েল রানার পিতা :মাহাবুব শেখ, নিজের মাতা নাই। সৎ মা মমতা সে বলেন কোনো কাজ করে না শুধু ঘুরে বেরোও এই জন্য ছেলের বাবা ঢাকা কাজে যাবার আগে ছেলেকে ছিকল বন্দী করে রাখে।
জুয়েল রানার দাদি কমলা বলেন, আমার নাতির মা ছোট বেলায় মারা গেছেন সে থেকে আমিই মানুষ করি তাকে।
বাবা ঢাকায় চাকরি করে, এব্যাপারে তাদের কাছে জানতে চাইলে তারা বলে কথা শুনে না কাজ কাম করে না বিভিন্ন খারাপ কাজ করে এ জন্য তাকে শিকল বন্দী করে রাখা হয়েছে।
এ বিষয়ে কুসুম্বী ইউনিয়ান এর বাগড়া কলোনি গ্রামের মেম্বার পুটু মিয়ার সাথে যোগাযোগ করাহলে তিনি যানায় আমি বিষয়টি জানিনা।
এব্যাপারে কুসুম্বী ইউনিয়ান এর দায়িত্ত প্রাপ্ত এসআই সাচ্চু বিস্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায় আমি বিষয়টি জানিনা তবে দেখছি কি করা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি তদন্ত করে ব্যাবস্থা নিচ্ছি ।