
চট্টগ্রামে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সোমবার ১৫৯৪টি নমুনা পরীক্ষা করে ৪৪৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। নতুন করে জেলায় করোনায় দুজনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ৫৯ জন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নতুন শনাক্তের মধ্যে নগরীতে ৩২৪ জন এবং উপজেলাতে ১২১ জন।
উপজেলা পর্যায়ে শনাক্তের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৭, বাঁশখালীর ২, আনোয়ারার ৬, চন্দনাইশের ৭, পটিয়ার ৯, বোয়ালখালীর ৬, রাউজানের ৬, ফটিকছড়িতে ৭, হাটহাজারীতে ২২, মিরসরাইয়ের ২৬, সন্দ্বীপে ৫ ও সীতাকুণ্ডের ১৪ জন আছেন।