
চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পদুয়া ঠাকুর দীঘি বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মুহাম্মদ বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাদরাসার ছাত্রের নাম মোহাম্মদ জাহেদুল ইসলাম (১২)। সে সাতকানিয়া উপজেলার বাজালিয়া পুরানগড় এলাকার মুহাম্মদ ইদ্রিসের পুত্র এবং ঠাকুরদিঘী বাজারের পার্শ্বে পদুয়া হেমায়েতুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
প্রত্যক্ষর্শীরা জানান, নিহত জাহেদ সন্ধ্যায় ঠাকুরদিঘী স্টেশন হতে নাস্তা করে মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতিতে অাসা মাইক্রেবাস গাড়িটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ বেলাল বলেন, ঘাতক গাড়িটি চালকসহ আটক করা হয়েছে। গাড়ী এবং চালক থানা হেফাজতে রয়েছে।