
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা সীমান্তবর্তী এলাকা বরুয়াকোনা সড়কের খাস পাড়া নামক স্থান থেকে ভারতীয় মালামালসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্য ও ২ টি অটোসহ চোরাকারবারি ও তাদের সহযোগীদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সারোয়ার আব্দুল্লাহ ( ৩২) জাহাঙ্গীর আলম (৩০) রমজান আলী (২৮) রাসেল বেপারী (২৯)।
আটক তিনজনের বাড়ি কলমাকান্দা বরুয়াকোনায়।
অভিযানে অংশগ্রহণ করেন, এস আই সফিউল আলম, এস আই তমাল চন্দ্র দাস, এ এস আই বিপুল রহমান এ এস আই রফিকুল ইসলাম ও পুলিশ সদস্য মোস্তাফিজ এবং নাজমুল।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম মাহমুদুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।