
বাংলা চলচ্চিত্রের এক ধ্রুব তারার নাম অমর নায়ক সালমান শাহ! আজ ১৯ সেপ্টেম্বর প্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র জন্মদিন। আজকের এই দিনে ১৯৭১ সালে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান শাহ ব্যক্তিগত জীবনে ১৯৯২ সালে সামিরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বেঁচে থাকলে আজ ৪৭ বছরে পা দিতেন সালমান শাহ।
মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে মাত্র চার বছরের মাথায় চলে যান না ফেরার দেশে। তার রহস্যজনক মৃত্যু নিয়ে কৌতুহল আজও কাটেনি।
সালমান শাহ অল্প সংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্যতা আর নিজস্বতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন প্রয়াত এই অভিনেতা। ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করার সু্যোগ পান সালমান শাহ।
এক নজরে জেনে নিন সালমান শাহ’র জীবনবৃত্তান্ত:
- আসল নাম : চৌধুরী সালমান শাহরিয়ার ইমন
- জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৭১, (রবিবার)
- বাবা : কমর উদ্দিন চৌধুরী
- মা : নীলা চৌধুরী
- স্ত্রী : সামিরা
- উচ্চতা : ৫ ফুট ৮ ইঞ্চি
- রাশি : বৃশ্চিক
- প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
- শেষ চলচ্চিত্র : বুকের ভেতর আগুন
- প্রথম নায়িকা : মৌসুমী
- সর্বাধিক সিনেমার নায়িকা : শাবনূর (১৪টি)।
- মোট সিনেমা : ২৭টি।
- বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
- ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা।
- একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।
- মৃত্যু : ৬ সেপ্টেম্বর, ১৯৯৬, (শুক্রবার)।
পূর্ববর্তী সংবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৮, বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্য
আজ বুধবার ১৯ সেপ্টেম্বর ২০১৮ ইং, বাংলা: ৪ আশ্বিন ১৪২৫, আরবি: ৯ মহররম ১৪৪০, চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় মূল্য কতো।
প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠান। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে।
সর্বশেষ আপডেট হয়েছে: ০৭:৫০:০০ (১৯/০৯/২০১৮)
দেশ | বৈদেশিক মুদ্রা | বাংলাদেশি টাকা - ৳ (BDT) |
1 | মালয়েশিয়ান ১ রিংগিত | ২০ টাকা ১৩ পয়সা ▲ |
2 | সৌদির ১ রিয়াল | ২২ টাকা ৩৭ পয়সা ● |
3 | মার্কিন ১ ডলার | ৮৩ টাকা ৯০ পয়সা ▲ |
4 | ইউরোপীয় ১ ইউরো | ৯৭ টাকা ৯২ পয়সা ● |
5 | ব্রিটেনের ১ পাউন্ড | ১১০ টাকা ৩৫ পয়সা ▲ |
6 | সিঙ্গাপুরের ১ ডলার | ৬১ টাকা ২১ পয়সা ▲ |
7 | ইউ এ ই'র ১ দিরহাম | ২২ টাকা ৮৪ পয়সা ● |
8 | অস্ট্রেলিয়ান ১ ডলার | ৬০ টাকা ৫৮ পয়সা ▲ |
9 | কানাডিয়ান ১ ডলার | ৬৪ টাকা ৬৪ পয়সা ▲ |
10 | ওমানি ১ রিয়াল | ২১৭ টাকা ৯১ পয়সা ● |
11 | বাহরাইনি ১ দিনার | ২২২ টাকা ৫৩ পয়সা ● |
12 | কাতারি ১ রিয়াল | ২৩ টাকা ০৪ পয়সা ● |
13 | কুয়েতি ১ দিনার | ২৭৬ টাকা ৯৮ পয়সা ● |
14 | দক্ষিণ আফ্রিকান ১ রান্ড | ৫ টাকা ৬৩ পয়সা ● |
15 | দক্ষিণ কোরিয়ান ১ ওন | ০ টাকা ০৭৫ পয়সা ● |
16 | ইন্ডিয়ান ১ রুপি | ১ টাকা ১৫ পয়সা ▼ |
- প্রতিদিনের বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন প্রবাসীর দিগন্তে।
- আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/ProbashirDiganta
- আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান। বিকাশ বা হুন্ডির মত অবৈধ পন্থা এড়িয়ে চলুন।
বি:দ্র: যে কোন সময় মুদ্রার হার পরিবর্তন হতে পারে।